স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার একটি আদালত বুধবার (২৮ জানুয়ারি) লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ মালিক তামিম রহমানকে চার বছরের সাসপেন্ডেড কারাদণ্ড প্রদান করেছে।
তামিম রহমান ডাম্বুলা থান্ডার্সের মালিক, তিনি আদালতে স্বীকার করেছেন যে ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন।
স্বীকারোক্তির পর, আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদন্ড প্রদান করেছে, যা পাঁচ বছরের জন্য স্থগিত করা হয়েছে। ---- ডেইলি ক্রিকেট
পাশাপাশি তাকে ২৪ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৮০,০০০ মার্কিন ডলার) জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ২০১৯ সালের কঠোর আইন অনুযায়ী, যা শ্রীলঙ্কায় ক্রীড়ায় দূর্নীতি রোধের জন্য প্রণীত, কার্যকর করা হয়েছে।
তামিম রহমানকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়, যখন সংশ্লিষ্ট খেলোয়াড় কর্তৃপক্ষকে অভিযোগ জানায়। এই ঘটনা লঙ্কান প্রিমিয়ার লিগের ৬ বছরের যাত্রায় প্রথমবারের মতো কোনো অফিসিয়ালকে গ্রেপ্তার করার ঘটনা।
তিনি কলম্বো বিমানবন্দরে আটক হন, দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে।
আদালতের কর্মকর্তা জানিয়েছেন, টিম ম্যানেজার মুজিব উর রহমান, যিনি পাকিস্তানি নাগরিক, তার বিরুদ্ধেও এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।