শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের মূলপ‌র্বে বাংলাদেশ নারী দল ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান–অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ সিরিজ সরাস‌রি সম্প্রচার কর‌বে টি স্পোর্টস

স্পোর্টস ডেস্ক : বৃহস্প‌তিবার ২৯ জানুয়া‌রি থে‌কে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তার আগে তিন ম্যাচের সিরিজের ধারাভাষ্য প্যানেল এবং সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানে ফিরছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার সাইমন ক্যাটিচ। ক্যাটিচ সবশেষ পাকিস্তান সফর করেছিলেন ২০২২ সালের মার্চে, যখন অস্ট্রেলিয়া ২৪ বছর পর দেশটিতে ফিরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। এবার টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। ধারাভাষ্য কক্ষে ক্যাটিচের সঙ্গে থাকবেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেল ও রমিজ রাজা। এ ছাড়া সাবেক টেস্ট ব্যাটার বাজিদ খানও ধারাভাষ্য প্যানেলে যুক্ত থাকছেন। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরোজ মুমতাজকে নিয়ে পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেলে আছেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হবে সব ম্যাচ। ম্যাচের আগে ও পরে পিসিবির জনপ্রিয় ‘পিচসাইড স্টুডিওতে’ উপস্থাপক হিসেবে থাকবেন জায়নাব আব্বাস। দর্শকরা 

সিরিজটির হাই-ডেফিনিশন সম্প্রচার পরিচালিত হবে ২৮টি ক্যামেরার মাধ্যমে, যার মধ্যে থাকবে বাগি ক্যামও। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ব্যবহার করা হবে হকআই ও আলট্রাএজ প্রযুক্তি।

পাকিস্তানে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস। দেশটির ভেতরে লাইভ স্ট্রিমিং দেখা যাবে তামাশা, ট্যাপম্যাড ও মাইকো প্ল্যাটফর্মে।

বিদেশি দর্শকদের জন্য বাংলাদেশে সম্প্রচার করবে টি স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস। যুক্তরাজ্যের দর্শকদের জন্য পিসিবি লাইভে সরাসরি স্ট্রিমিং সুবিধাও থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়