নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের ভেন্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে না। শ্রীলঙ্কায় খেলার আবেদন জানালেও আইসিসি তা মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে সরকারের নির্দেশ পেলে তারা নিজেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, পাকিস্তান সরকার যা নির্দেশ দেবে, আমরা তা মেনে চলব। প্রধানমন্ত্রী ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পিসিবি আইসিসির চেয়ে পাকিস্তান সরকারের প্রতি বেশি অনুগত।
নাকভি আরও বলেন, বাংলাদেশও আইসিসির সদস্য, পাকিস্তানও। যদি ভারত ও পাকিস্তানের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশকেও সেই সুযোগ দেওয়া উচিত। অন্যথায় পাকিস্তান নিজের অবস্থানে অনড় থাকবে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে এবারের আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। গত বছর এক সমঝোতায় ভারত-পাকিস্তান উভয়ই একে অপরের দেশে টুর্নামেন্ট খেলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।