স্পোর্টস ডেস্ক : সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ সোমবার বাংলাদেশকে মোকাবিলা করে নেপাল। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমার বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি সাবিনা। --- টি স্পোর্টস
খানিক পর বাংলাদেশকে লিড এনে দেন সেই সাবিনাই। ১৩ মিনিটে কৃষ্ণার পাসে বল পেয়ে নেপালি গোলকিপারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি।
পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন কৃষ্ণা। এক ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল কাটিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড।
গোলকিপার পরিবর্তন করেও বাংলাদেশের গোলের জোয়ার ঠেকাতে পারেনি নেপাল। ৩৩ মিনিটে সুমাইয়ার অ্যাসিস্টে বক্সের ভেতর জায়গা করে নিয়ে নিখুঁত শটে গোল করেন লিপি আক্তার।
তিন ম্যাচ শেষে দুই জয় এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। ২১ জানুয়ারি লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।