শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ সময় আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগের ৭ম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আর্সেনাল ও ইন্টার মিলান মহারণ। একই সময় ভিন্ন ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ-মোনাকো, পিএসজি-স্পোর্টিং লিসবন। এছাড়াও রাত পৌনে ১২টায় মুখোমুখি হবে ম্যানসিটি-গ্লিমট। 

৬ ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে আছে গানাররা। দারুন ফর্মে থাকা আর্তেতার দলের শক্তি দারুন ফর্ম। সেই সাথে গানাদের রক্ষন এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা। তবে ইনজুরিতে এখনও মাঠের বাইরে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। তবে ফিট হয়ে স্কোয়াডে আছেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। 

অন্যদিকে, ইন্টার মিলানও খুব একটা পিছিয়ে থাকবে না। বিশেষ করে ঘরের মাঠ সান সিরোতে সবসময় ভয়ঙ্কর মিলান। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে ইতালিয়ান ক্লাবটি। দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম হতে পারে ইন্টারের ত্রাতা। তবে ইনজুরিতে হাকান চানালুলু, ডেনজেল ডামফ্রিসের সার্ভিস পাবে না দলটি। আর্সেনালের সাথে অতিতের ৪ মোকাবেলায় সমান ২টি করে জয় পেয়েছে ইন্টার ও আর্সেনাল। 

৬ ম্যাচে ৪ জয় আর ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ রাতে মুখোমুখি হবে এ এস মোনাকোর। শক্তির বিচারে ফেভারিট হিসেবে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম মোটেও অনুকুলে নয়। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর অন্তরবর্তিকালিন কোচ আলভারো আরবেলোয়ার হার দিয়ে শুরু করেছে রিয়াল অভিযান। মোনাকা ম্যাচে কেবল জয় নয় সেরা ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্চ লস ব্লাঙ্কোসদের। 

ইনজুরিতে এই ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডিকে পাবে না রিয়াল। সেই সাথে কার্ড সমস্যায় খেলতে পারবে না আলভারো ক্যারেরাস। তবে জাতীয় দলের ব্যস্ততায় ব্রাহিম দিয়াজকে পাবে না আলভারোয়ার দল। 

রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে হট ফেভারিট প্যারিসের ক্লাবটি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে লুইস এনরিখের দল। এই ম্যাচে দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজের সার্ভিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়