স্পোর্টস ডেস্ক : ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে মূল সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমাদের গ্রুপ পর্বের খেলাগুলো শ্রীলঙ্কাতেই হচ্ছে।'
টুর্নামেন্টের গ্রুপ 'বি'-তে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। এই গ্রুপের সবগুলো ম্যাচ ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা আগে থেকেই। এই গ্রুপ থেকে যে দুই দল পরের রাউন্ডে যাবে তাদের ম্যাচ পড়বে ভারতে।
অন্যদিকে, গ্রুপ 'সি'-তে থাকা বাংলাদেশের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলোর ভেন্যু রাখা হয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই। তবে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে আগ্রহী নয়।
শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দিয়েছিল, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করলে লজিস্টিক ঝামেলা ছাড়াই বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে।
বিসিবি এক বিবৃতিতে জানায়, 'ন্যূনতম সাংগঠনিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।' জানা গেছে, গ্রুপ বদলের প্রস্তাব ছিলো মূলত বিসিবির।
খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি। এ নিয়ে আইসিসির সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সঙ্গে ছিলেন দুই সহ-সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
চলতি মাসের শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেওয়ার পর নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতেই গত ৪ জানুয়ারি ভারতকে এড়িয়ে বিকল্প ভেন্যুর আনুষ্ঠানিক দাবি জানায় বিসিবি। বিষয়টি নিয়ে এখনো কোন চূড়ান্ত অবস্থায় পৌঁছানো যায়নি।