স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে, বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ের অঙ্কে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি। ২৬০ মিলিয়ন ডলার আয় করা রোনালদোর তুলনায় মেসি আয় করেছেন ঠিক অর্ধেক।
২০২৬ সালের শুরুতেই ক্রীড়া বিশ্বের আর্থিক হালচাল প্রকাশ করেছে বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস সাইট স্পোর্তিকোর তালিকায়, উঠে এসেছে আটটি ভিন্ন খেলার একশ জন তারকার আয়ের উপাখ্যান। এই তালিকায় সবার শীর্ষে আবারও সেই পরিচিত নাম - ক্রিশ্চিয়ানো! রোনালদো যেনো মুদ্রার সিংহাসনেও এক অবিনশ্বর সম্রাট।
সিআর সেভেনের এই আয়ের সিংহভাগ মাঠের সবুজ ঘাসে ঘাম ঝরিয়ে ক্লাব আল-নাসর থেকে বেতন বাবদ ২০০ মিলিয়ন ডলার থেকে। আর মাঠের বাইরের বিজ্ঞাপন থেকে আরও ৬০ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার ব্যাংক ব্যালেন্সে।
সবাইকে অবাক করে লিওনেল মেসিকে টপকে তালিকার দুইয়ে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। কেবল রিংয়ে নামার জন্যই তিনি ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার নিশ্চিত করেন। মেক্সিকোতে তার নিজস্ব গ্যাস স্টেশন ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে ১০০ টির বেশি স্টেশনে ছড়িয়ে তার আয়ের উৎস বাড়িয়েছে।
ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসি আছেন তৃতীয় স্থানে। তবে রোনালদোর সাথে তার আয়ের ব্যবধান আকাশ-পাতাল। ১৩০ মিলিয়ন ডলার আয় করা মেসি রোনালদোর তুলনায় ঠিক অর্ধেক আয় করছেন।
ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও একজন। ১১৫ মিলিয়ন ডলার আয় করে করিম বেনজেমা আছেন তালিকার সাত নম্বরে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে আছেন ১২ নম্বরে এবং আর্লিং হালান্ড ৭৭.৯ মিলিয়ন ডলার আয় করে ১৮তম অবস্থানে।
সব মিলিয়ে ৮টি ভিন্ন খেলার তারকাদের নিয়ে গড়া এই তালিকার শীর্ষ ১০০ জনের মোট আয় ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে রাজত্বটা যে এখনো সেই সিআরসেভেনেরই। রাজপথ পাল্টায় ঠিকই, কিন্তু রাজা সেই একজনই।