সমালোচনার মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জরুরি অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুলকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যাও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বিসিবি বলেছে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে বিসিবি সভাপতি অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে নাজমুল ইসলামকে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিসিবি গঠনতন্ত্রের ৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের যাবতীয় কার্যক্রম যাতে আরও মসৃণ ও কার্যকরভাবে পরিচালিত হয়, তা নিশ্চিত করাই এই পরিবর্তনের লক্ষ্য।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে, ক্রিকেটাররা পদত্যাগ দাবি করলেও নাজমুল ইসলাম কোনও সিদ্ধান্ত নেননি। এক্ষেত্রে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না।