শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মিচেলের শতকের কল‌্যা‌ণে ভারতকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিপর্যয় কাটিয়ে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভালো সংগ্রহ গড়েছিল ভারত। এরপর বল হাতেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু ড্যারিল মিচেলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে নিউ জিল্যান্ড।

বুধবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৪ রান তোলে ভারত। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় কিউইরা। ---- অলআউট স্পোর্টস

ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে ১৩১ রানে অপরাজিত থাকেন মিচেল। ডানহাতি এই ব্যাটার ১১৭ বলের ইনিংসটি সাজান ১১ চার ও ২ ছক্কায়। এই নিয়ে সবশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি, যার মধ্যে তিন অঙ্কের দেখা পেয়েছেন দুইবার।

৭০ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিতকে (২৪) ফিরিয়ে এই জুটি ভাঙেন ক্রিস্টিয়ান ক্লার্ক। ফিফটি হাঁকানোর পর কাইল জেইমিসনের শিকার হয়ে ফেরেন অধিনায়ক গিল (৫৬)। দ্রুত সাজঘরের পথ দেখেন শ্রেয়াস আইয়ার (৮) ও বিরাট কোহলি (২৩)।

১৯ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়া দলকে টেনে তুলতে পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে জুটি বাঁধেন রাহুল। জাদেজাকে (২৭) ফিরিয়ে ৭৩ রানের এই জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল।

২০ রান করা নিতিশ কুমার রেড্ডির বিদায়ের পর ৮৭ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন রাহুল। শেষ পর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটার অপরাজিত থাকেন ৯২ বলে ১১২ রানে।

লক্ষ্য তাড়ায় ৪৬ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। কিন্তু তৃতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৬২ রানের জুটিতে দলের জয়ের ভিত গড়ে দেন মিচেল। ৮৭ রান করা ইয়ংকে ফিরিয়ে কুলদীপ যাদব এই জুটি ভাঙলেও এরপর আর কোনো উইকেট নিতে পারেনি ভারত। ৯৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা মিচেল। ৩২ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়