পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে দিনের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবেন না ক্রিকেটাররা। ক্রিকেটারদের খেলাবর্জনের কারণে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা। এতে সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দিনের দ্বিতীয় ম্যাচ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা আবারও স্পষ্ট করে জানান, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠে নামবেন না। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ মিঠুন। সেখানে উপস্থিত ছিলেন দেশের তিন সংস্করণের অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বিপিএলের সংশ্লিষ্ট দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটারও ছিলেন সংবাদ সম্মেলনে।
মিরপুরে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। বেলা ১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও আগের দিন ক্রিকেটারদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোনো দলই মাঠে আসেনি। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
এরই মধ্যে বেলা ১টার দিকে সংবাদ সম্মেলনের কথা থাকলেও তা শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পর, বেলা আড়াইটার দিকে। সেখানে কোয়াব সভাপতি মিঠুন বলেন, বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পদ থেকে সরানোর লিখিত ঘোষণা না এলে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।
এই সংকটের সূত্রপাত মূলত নাজমুল ইসলামের একাধিক বিতর্কিত বক্তব্য থেকে। বুধবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। বাংলাদেশ দল বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেলে ক্রিকেটারদের পেছনে খরচ হওয়া অর্থ ফেরত চাওয়া যায় কি না এমন মন্তব্যও করেন এই পরিচালক, যা ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নাজমুল ইসলাম। সর্বশেষ মন্তব্যের পর বিষয়টি আরও ঘনীভূত হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে অনলাইন সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ঘোষণা দেন, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে একটি হোটেলে বৈঠক করেন বিসিবির কয়েকজন পরিচালক। সেই বৈঠকে কোয়াব সভাপতি মিঠুন ছাড়াও নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানসহ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান বের হয়নি।
এদিকে বিসিবি বুধবার রাত ৯টার দিকে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ক্রিকেটারদের প্রতি সমর্থনের কথা জানায়। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে আরেকটি বিবৃতিতে বোর্ড জানায়, নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং গঠনতন্ত্র অনুযায়ী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।