শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার আমাদের টাকা দেয় না, উল্টো ২৫–৩০% ট্যাক্স দিই—মেহেদী হাসান মিরাজ

ক্রিকেটাররা বাজে খেললেই একটা প্রশ্ন সব সময় ওঠে, সরকার কেন তাদের পেছনে এত টাকা খরচ করে? যারা এমন প্রশ্ন তোলেন তাদের আজ জবাব দিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের অধিনায়ক জানিয়েছেন, তারা নেন না, সরকারকে ২৫ থেকে ৩০ শতাংশ দেন। 

আজ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ডাকা সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘আমরা যে আয় করি, আমার মনে হয় সবচেয়ে বেশি ট্যাক্স আমরাই দিই। হ্যাঁ, আমরা ২৫ থেকে ৩০% ট্যাক্স দিই।

এর অর্থ আমরা সরকারকে টাকা দিই।’ সরকার থেকে যে টাকা নেওয়া হয় না সে বিষয়টা সবার জানা উচিত। এ সম্পর্কে মিরাজ বলেছেন, ‘অনেকের ধারণা যে সরকার থেকে মনে হয় আমাদের টাকা দেয়। সরকার থেকে আমরা টাকা পাই না।

আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলেই পাই, আমাদের এভাবে টাকাটা পাওয়া হয়। এই জিনিসটা হয়তো সবাইকে পরিষ্কার করা হয় না, আমাদের অনেক ধরনের ভুল বোঝানো হয়। সুতরাং এই জিনিসটা সবার জানা উচিত।’
অর্থ কোন জায়গা থেকে পান, সে বিষয়টাও স্পষ্ট করেছেন মিরাজ।

ওয়ানডে অধিনায়ক বলেছন, ‘অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না। আমাদের টাকায় তো চলেন আপনারা। আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এ রকম নয়। আমরা যে টাকাটা পাই বেশির ভাগ আইসিসি এবং স্পন্সর থেকে আসে। আজ ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে সেখান থেকে আসে।’

বিসিবির এখন পর্যন্ত যত টাকা আছে তাদের প্রত্যেকটা মানুষের অবদান আছে জানিয়ে মিরাজ বলেছেন, ‘আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে। আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময়ে কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়