টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারিতে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের পরিবর্তে বাংলাদেশ শ্রীলংকায় খেলতে আগ্রহী। এমনটি জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসি এবং বিসিবির মধ্যে কথা বার্তা চলছে। তবে এখনো বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়নি।
বড়দের বিশ্বকাপ শুরুর আগে আগামী পরশু বৃহস্পতিবার শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুবাদের বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া।
যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। চারবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০২০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
যুব বিশ্বকাপের আসন্ন আসরের প্রচারে ভারত-অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে বাংলাদেশ দলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির কাছে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ, তা বোঝাতেই ছোটদের বিশ্বকাপের প্রচারে আনা হয়েছে বাংলাদেশ যুব দলের তারকাদের।