শিরোনাম
◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিজয় হাজারে ট্রফিতে রোহিত - কোহলির সেঞ্চুরি ও ইশানের ঝড়

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে ফিরেছেন দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর ফেরার ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের জাত চেনালেন তারা। 

বুধবার জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে ৯৪ বলে ১৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। সাত বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন মুম্বাই অধিনায়ক।

তার ঝোড়ো ব্যাটিংয়ে সিকিমের ২৩৭ রানের লক্ষ্য মাত্র ৩০.৩ ওভারেই টপকে যায় মুম্বাই। অন্যদিকে দিল্লিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ৮৩ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন বিরাট কোহলি। ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামলেন তিনি। এই ইনিংস খেলার পথেই লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী কোহলি।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিদের পাশে লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজারি ক্লাবের নবম সদস্য এখন কোহলি।

এদিকে আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝোড়ো ব্যাটিং করে ওয়ানডে দলে ফেরার জোরালো দাবি জানিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। ঝাড়খণ্ডের হয়ে খেলতে নেমে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

এটি লিস্ট-এ ক্রিকেটে কোনো ভারতীয়র দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র এক বলের পার্থক্যে ইশান পিছিয়ে আছেন বিহারের সাকিবুল গনির কাছে, যিনি এদিনই অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন।

দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিতে তারকাদের এমন ফেরা ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে কোহলির রেকর্ড এবং ইশানের এই টর্নেডো ইনিংস আসন্ন আন্তর্জাতিক সূচির আগে নির্বাচকদের জন্য মধুর বিড়ম্বনা তৈরি করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়