দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যাসহ সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটে উঠেছেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও বেশ কয়েকজন ঘনিষ্ঠ সফরসঙ্গী তার সাথে দেশে ফিরছেন।
২০০৭ সালে ১/১১ সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার তিনি দেশের মাটিতে পা রাখবেন। দীর্ঘ সময় ধরে লন্ডন থেকেই ভার্চুয়ালি দল পরিচালনা করে আসছিলেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির একটি ‘নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে দেখছেন দলটির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আগামীকাল ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেবেন।