স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চমৎকার বোলিং করে আইসিসি র্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। সেরা আটে জায়গা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসার।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদেরও। যথারীতি বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এর সৌজন্যে দুই ধাপ এগিয়ে এখন বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছেন তিনি। মোস্তাফিজের নামের পাশে রয়েছে ৬৬৫ রেটিং পয়েন্ট।
এছাড়া সিরিজসেরার পুরস্কার জেতা শেখ মেহেদি হাসান ৩ ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১৪ নম্বরে। বোলারদের তালিকায় ৫ ধাপ লাফিয়ে ১৯ নম্বরে উঠেছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তার সমান ৫ ধাপ এগিয়ে এখন ২৫ নম্বরে নাসুম আহমেদ।
তানজিম হাসান সাকিব এগিয়েছেন দুই ধাপ, আছেন ৩৫ নম্বরে। সিরিজে কিছুটা খরুচে বোলিং করে এক ধাপ পিছিয়ে এখন ৫১ নম্বরে শরিফুল ইসলাম। আর ছুটিতে থাকা তাসকিন আহমেদ কোনো ম্যাচ না খেলে ১০ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫২ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বরুণ চক্রবর্তী।
ব্যাটারদের তালিকায় ২১ ধাপ লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনারর পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন। তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংও এটিই।
এছাড়া ৫ ধাপ এগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন তাওহিদ হৃদয়। তানজিদ হাসান তামিম (১ ধাপ নেমে ১৯), সাইফ হাসান (৯ ধাপ নেমে ৩৯) ও লিটন কুমার দাস (২ ধাপ নেমে ৪৪) র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের অভিষেক শর্মা।
ব্যাটিংয়ে পেছালেও অলরাউন্ডারদের তালিকায় বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। ২৭ ধাপ এগিয়ে তিনি এখন উঠে এসেছেন ৭৩ নম্বরে। এই তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব।