শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধে ক্ষোভ স্থানীয়দের

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সাদ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদের বাবার নাম লিয়াকত আলী লিটন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা হলেও রাজশাহীতে ভাড়া থেকে পরিবারসহ বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে দুই ছেলেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা লিটন ও ছোট ভাই।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বলেন, “এ জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। আমরা চাই এই মোড়ে ট্রাফিক পুলিশসহ একটি গোলচত্বর করা হোক। দাবি মানা না হলে সড়ক ছাড়ব না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়