শিরোনাম
◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সা‌ড়ে ৩ বছর পর সেঞ্চুরির স্বাদ পে‌লেন মাহমুদুল হাসান জয় 

স্পোর্টস ডেস্ক : দুই বছর আ‌গে টেস্টে সবশেষে ফিফটি করেছিলেন। সেঞ্চুরির বিরতিটা আরও বেশি সা‌ড়ে তিন বছ‌রের। স্পষ্টই, লাল বলে একদমই ছন্দে ছিলেন না মাহমুদুল হাসান জয়। 

শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েন। তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কল্যাণে আবারও জাতীয় দলে ফেরেন। প্রয়োজন ছিল প্রত্যাবর্তনের জন্য একটি বড় ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিন সে কাজটি সারলেন অসাধারণ এক সেঞ্চুরিতে। --- টি স্পোর্টস

দিনের ৫৭তম ওভারে জর্ডান নিলের দ্বিতীয় বলে গালি দিয়ে দারুণ চারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জয়। আরেক ওপেনার সাদমান ইসলাম (৮০) সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও জয় অপরাজিত আছেন ১২৬ রানে। দুই ওপেনারের সৌজন্যে বাংলাদেশ প্রথম ইনিংসে এরই মধ্যে স্কোরে জমা করেছে ১ উইকেটে ২৪৮ রান। সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে ৩৮ রানে।

জয়ের সঙ্গে ৩৯ রানে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে জয়-মুমিনুলের জুটিও জমে উঠেছে, ১৫৪ বলে ৭৮ রান জমা করেছেন দুজনে। তার আগে  ওপেনিং জুটিতে সাদমান-জয় যোগ করেন ১৬৮ রান। ম্যাথু হামফ্রিজের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করার চেষ্টায় পরাস্ত সাদমান।

 ব্যাটের নিচের কানা ছুঁয়ে বল চলে গেল উইকেটরক্ষকের গ্লাভসে। আম্পায়ার শুরুতে আউট দিলেন না। রিভিউ নিয়ে সাদমানকে ফেরাল আয়ারল্যান্ড, ভাঙে বাংলাদেশের ম্যারাথন উদ্বোধনী জুটি। 

১০৪ বলে ৮০ রান আসে সাদমানের ব্যাট থেকে। তবে দেখে-শুনে ব্যাট চালিয়ে ১৯০ বলে সেঞ্চুরি করেন জয়। ২০২২ সালে মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন, সাড়ে তিন বছর পর দ্বিতীয়বার তিন অঙ্কের দেখা পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়