শিরোনাম
◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

স্পোর্টস ডেস্ক : আবু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। 

শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে।  ---- আজকাল

আইপিএল-২০২৬ মরশুমের উত্তেজনা বাড়তে শুরু করে দিয়েছে। আইপিএলের  অফিসিয়াল সম্প্রচারক চ্যানেল জিওস্টার স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ১৫ নভেম্বর ঘোষণা করবে। 

ব্রিসবেনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে যায়। ভারত সিরিজ জিতে নেয়। তার পরই  আইপিএল-এ খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার প্রতীক্ষিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। 

আইপিএল ২০২৬-এর নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত। 

যেহেতু গত বছরই একটি মেগা নিলাম হয়েছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজিগুলি যাতে তিন বছরের চক্রের জন্য দল তৈরি করতে পারে, তাই এই বছর ধরে রাখা খেলোয়াড়ের সংখ্যা কিছুটা আলাদা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তার কোনও সীমা থাকবে না।

বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ট্রেডিং উইন্ডোতে সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। এমন একটি সময়ে উইন্ডো সক্রিয় যখন খেলোয়াড়দের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিনিময় করতে পারে বা কিনতে পারে। 

এই উইন্ডোটি তিনটি পর্যায়ে কাজ করে। একটি মরসুম শেষ হওয়ার সাত দিন পরে খোলে উইন্ডো। নিলামের এক সপ্তাহ আগে বন্ধ হয়ে যায়। তারপর নিলাম শেষ হওয়ার পরপরই আবার খোলে। অবশেষে নতুন মরশুম শুরু হওয়ার এক মাস আগে তা বন্ধ হয়ে যায়।

আইপিএল ২০২৬-এর মিনি-নিলামের কাউন্টডাউন, রিটেনশনের সময়সীমা দ্রুত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জল্পনা এবং কৌশলগত পরিকল্পনার স্বাভাবিক উন্মাদনা তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়