ফুটবলের মানচিত্রে আফ্রিকার মর্যাদা যেন নতুন উচ্চতায় তুলল মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েই থেমে থাকেনি আশরাফ হাকিমি ও ইয়াসিন বুনোদের দল। এবার তারা টানা ১৬ ম্যাচ জিতে ভেঙে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের টানা ১৫ জয়ের দীর্ঘদিনের রেকর্ড। আফ্রিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে মরক্কো। এবার তারা টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ল।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কাটলেও, বাছাইপর্বে ম্যাচ বাকি ছিল ব্রাহিম দিয়াজদের। মঙ্গলবার কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় এনে দিয়ে ইতিহাস রচনা করেছে ব্রাহিম দিয়াজদের মরক্কো। ইউসেফ এন-নেসিরির একমাত্র গোলেই নিশ্চিত হয় আফ্রিকান অঞ্চলে শতভাগ সাফল্য ৮ ম্যাচে ৮ জয়, ২৪ পয়েন্ট।
তবে মরক্কোর বীরত্বগাঁথা চলছে আরও আগে থেকেই। এ নিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স খ্যাত মরক্কো। এর আগে সর্বোচ্চ টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড ছিল ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত সময়ে ওই কীর্তি গড়ে জাভি-ইনিয়েস্তাদের দল। ২০২৪ সালের মার্চে সর্বশেষ জয় ছাড়া ভিন্ন ফল (মৌরিতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র) দেখেছিল মরক্কো। এরপর থেকে তারা এখন পর্যন্ত তারা বাছাইপর্বে ৭, আফ্রিকা কাপ নেশন্সে (আফকন) ৬ এবং ৩টি প্রীতি ম্যাচে জিতেছে।
গত ১৯ মাসে মরক্কো প্রতিপক্ষের জালে ৫০ গোল দিয়েছে, হজম করেছে মাত্র ৪টি । তাদের পরবর্তী লক্ষ্য—এই জয়ধারা আরও এগিয়ে নিয়ে যাওয়া। আগামী মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে নামবে তারা, যেখানে ইতিহাসকে আরও উজ্জ্বল করার সুযোগ অপেক্ষায়।
২০০৯ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্প্যানিশদের সেই রেকর্ড-যাত্রা শেষ হয়। গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় ছিল ওই সময়ে তাদের ১৫তম জয়। এর আগে ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে ৩-০ ব্যবধানে হারের মধ্য দিয়ে স্পেন জয়যাত্রা শুরু করে।
মরক্কো অবশ্য টানা জয়ের এই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। বাছাইপর্বের লড়াই শেষ হওয়ায় আগামী মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে তারা। যদিও এখনও তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। এর আগে আগস্টে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ জয়ের পথে মরক্কোর জয় পাওয়া ম্যাচগুলো হিসাবে আসেনি। শুধু দেশে খেলা ফুটবলারদের নিয়ে ‘বি’ সাজিয়ে ওই আসরে চ্যাম্পিয়ন হয় মরক্কো। সূত্র: দৈনিক ইত্তেফাক