হংকংয়ের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এশিয়ান কাপের বাছাইপর্বে ভালোভাবে টিকে থাকার জন্য জয়ই প্রয়োজন ছিল, তবুও ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এই ড্রয়ে ম্যাচে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট। তারই প্রতিফলন দেখা গেল ম্যাচ শেষে তাদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায়।
ম্যাচ শেষ করে টিম বাসে ওঠার সময় হামজাকে দেখতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা তাকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে তাকে কাঁধে তুলে রীতিমতো নাচতে শুরু করেন। এসময় তারা ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’ স্লোগান দিতে থাকেন, যা ফুটবলের উন্মাদনার চূড়ান্ত রূপের এক নমুনা।
হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ বনে গেছেন এবং মাঠে পারফর্ম করে দলের অঘোষিত নেতাও হয়ে উঠেছেন। হংকংয়ের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে তিনি দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেছিলেন, যা দলকে দীর্ঘ সময় ধরে জয়ের স্বপ্ন দেখিয়েছিল।
হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও তিনি মাঠে সেরা খেলোয়াড়দের একজন ছিলেন এবং বল যেখানেই গেছে, তাকে সেখানেই দেখা গেছে। হামজা এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলে ২ গোল করেছেন এবং করিয়েছেন আরও এক গোল। তবে তার চেয়েও বড় প্রভাবটা তিনি রেখেছেন মাঠের বাইরে, কারণ তার আসার পরই বাংলাদেশে ফুটবলের উন্মাদনা চূড়ান্ত রূপে চলে গেছে। সূত্র: ইত্তেফাক