শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকং এর সাথে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়কে আটকে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়ে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে দুই দলই সাবধানী শুরু করে। প্রথম ১০ মিনিটে বলার মতো কোনো আক্রমণ করেনি। ম্যাচের ২০ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে দ্রুত গতি এগিয়ে যান সামিত সোম। তবে তাকে ফাউল করে আটকে দেন হংকংয়ের ডিফেন্ডাররা। সেখান থেকে হামজার নেওয়া ফ্রি কিক মানব দেওয়ালে আটকে যায়।

ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে অধিনাউয়ক ম্যাথিউ বল জালে জড়ান। 

এরপর গোল শোধের লক্ষ্যে কিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে তা সফতার মুখ দেখেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারায় ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে দুই বারই স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছেন তাদের গোলরক্ষক।

৭৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ডান দিকে থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রস করেন। তবে গোলরক্ষককে একা পেয়েও সেই ক্রসে পা লাগাতে ব্যর্থ হন ফাহমিদুল। 

অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করে হংকংয়ের বক্সে বল নামিয়ে দেন ফাহমিদুল। সেখান থেকে বল জালে জড়ান রাকিব হোসেন। তার গোলে ম্যাচে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ চার ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলো। কাগজে কলমে এখনও এশিয়া কাপে খেলার আশা বেঁচে থাকলো বাংলাদেশের। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়