স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল ছোট লক্ষ্য তাড়ায় জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল। শেষ দিন খেলা হলো কেবল ঘণ্টাখানেক। ৭ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে শুভমান গিলের দল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২১ রানের লক্ষ্যে ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারত। --- অলআউট ক্রিকেট
অধিনায়ক হিসেবে গিলের এটি প্রথম টেস্ট সিরিজ জয়। লাল বলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক সিরিজটি ২-২ সমতায় শেষ করে ভারত।
শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ৫৮ রান, হাতে ছিল ৯ উইকেট। দিনের একাদশতম ওভারে রোস্টন চেইজের বলে স্লিপে শাই হোপের দারুণ এক ক্যাচে ৩৯ রান করা সাই সুদর্শনের বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি। দ্রুত ম্যাচ শেষ করতে আগ্রাসী মেজাজে খেলতে থাকা অধিনায়ক গিল ফেরেন ১৫ বলে ১৩ রান করে।
এরপর ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। ডানহাতি এই ওপেনার অপরাজিত থাকেন ৫৮ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে যশস্বী জয়সোয়ালের ১৭৫ এবং গিলের অপরাজিত ১২৯ রানের ওপর ভর করে ৫ উইকেটে ৫১৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।
এরপর কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে জন ক্যাম্পবেল (১১৫) ও হোপের (১০৩) সেঞ্চুরিতে ইনিংস হার এড়ায় সফরকারীরা। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হওয়া ক্যারিবিয়ানরা স্বাগতিকদের বড় লক্ষ্য দিতে পারেনি ।
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং গুঁড়িয়ে দেওয়া কুলদীপ ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। প্রথম টেস্টে সেঞ্চুরি ও দুই ম্যাচ মিলিয়ে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জাদেজা।