স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আইসিসি। গতকাল (বৃহস্পতিবার) দুবাইয়ে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালনায় শুনানির পর ডানহাতি এ ব্যাটারকে এ নির্দেশ দেওয়া হয়। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানা যায়নি। --- ডেইলি ক্রিকেট
সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই পরিপ্রেক্ষিতে শুনানির আয়োজন করে আইসিসি।
গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমারের মন্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দেয় পিসিবি। তাদের আপত্তি ছিল সূর্যকুমারের ‘অপারেশন সিঁঁদুর’ শব্দটি নিয়ে। কিছুদিন আগে দুই দেশের সংঘাতের সময় শব্দটি ব্যবহার করেছিল ভারত।
অন্যদিকে গতকাল পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি করার পর ফারহান বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন। সে ম্যাচেই রউফ ভারতের সমর্থকদের সাথে বিভিন্ন ভঙ্গিতে কিছুদিন আগে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করেন।
সুপার ফোরের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা ও শুবমান গিল। তারা যখন ব্যাটিং করছিলেন, তখন তাদের দিকে তেড়ে যান পাকিস্তানের পেসার রউফ। আইসিসির কাছে অভিযোগে এই ঘটনাও জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।