স্পোর্টস ডেস্ক : গাভির অবস্থা ভালো নয়। হাঁটুর চোটের কারণে গত আগস্ট থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। চোট থেকে সেরে উঠতে এই স্প্যানিশ মিডফিল্ডারের অস্ত্রোপচার করানোর পর বার্সেলোনার তরফ থেকে জানানো হয়েছে, পাঁচ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, অস্ত্রোপচারের পর গাভির মাঠে ফিরতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে। --- অলআউট স্পোর্টস
লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে কেবল প্রথম দুই ম্যাচে মাঠে নামেন গাভি। আগস্টে অনুশীলনের সময় ডান হাঁটুর চোটে পড়েন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে একই হাঁটুর এসিএলের চোটে পড়েছিলেন তিনি। সে সময় ১১ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
২০২১ সালে বার্সেলোনা মূল দলের হয়ে অভিষেক হওয়া গাভি এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ১৫৫ ম্যাচে ১০ গোল করেছেন। শিরোপা জিতেছেন পাঁচটি।
লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে ৫ ম্যাচে ১৩ নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে।