স্পোর্টস ডেস্ক: মাদ্রিদের এস্তাদিও মেট্রোপলিতানো স্টেডিয়ামে ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
প্রাথমিকভাবে মিলানের সান সিরো স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বিবেচনা করেছিল সংস্থাটি। তবে সংস্কারের পরিকল্পনা থাকায় তা সরিয়ে নেয়া হয় মাদ্রিদে।
একই বছর নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশো জাতীয় স্টেডিয়ামে।
এদিকে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ লিগের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুরোধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি উয়েফা।