শিরোনাম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হংকংয়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ দ‌লের এ‌তোটা সহ‌জে জেতার কারণ হ‌চ্ছে র‌্যাঙ্কিং ও শক্তিমত্তায় বেশ পি‌ছি‌য়ে হংকং। তা‌দের বিরু‌দ্ধে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিল। দেখার বিষয় ছিল কত দ্রুত লক্ষ্য তাড়া করে নেট রানরেটটা বাড়িয়ে নিতে পারে তারা। কিন্তু আসরের সবচেয়ে দুর্বল দলটির বিপক্ষে জয় পেতে তাদের খেলতে হয়েছে ১৮ ওভার পর্যন্ত। ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে লিটন দাসের দল।

বৃহস্পতিবার আবু ধাবিতে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। জবাবে লিটন ছাড়া দ্রুত রান তুলতে পারেনি কেউ। ১৪ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। -- অলআউট স্পোর্টস

ক্যারিয়ারের ১৫তম ফিফটিতে লিটন ফেরেন ৫৯ রান করে। ডানহাতি এই ব্যাটার তার ম্যাচসেরা ইনিংসটি সাজান ৩৯ বলে ৬ চার ও এক ছক্কায়।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন (১৪ বলে ১৯ রান)। ধুঁকতে থাকা আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন ১৮ বলে ১৪ রান করে।

পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুললেও এর মধ্যে ১১ রান আসে অতিরিক্ত থেকে। তৃতীয় উইকেটে দ্রুত রান তোলার বদলে ধরে খেলায় মনোযোগ দেন লিটন ও হৃদয়। তবে নিয়মিত বাউন্ডারি না এলেও দৌড়ে রানের চাকার সচল রাখেন তারা।

১৪তম ওভারে প্রথমবারের মতো আক্রমণত্মক মেজাজে ব্যাট চালাতে শুরু করেন লিটন। ২৫ বলে ২৭ রানে থাকা বাংলাদেশ অধিনায়ক ফিফটি তুলে নেন ৩৩ বলে। ১৮তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন তিনি। এরপর জাকের আলীকে নিয়ে বাকি কাজটুকু সারেন হৃদয়। ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৬ বলে ১ চারে ৩৫ রানে। একমাত্র বাউন্ডারিটি মারেন ইনিংসের দ্বিতীয় বলে।

জিতে দল ফিল্ডিং বেছে নেওয়ার পর দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের তৃতীয় বলে ছক্কা হজম করার পরের বলে বাবর হায়াতকে (১৪) বোল্ড করেন তানজিম হাসান তামিম।

ওপেনার জিশান আলী ও নিজাকাত খানের ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিলেও টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারেনি তারা। তৃতীয় উইকেটে তাদের ৪১ রানের জুটি ভাঙেন তানজিম, উল্টো দিকে দৌড়ে জিশানের (৩০) দারুণ এক ক্যাচ নেন মুস্তাফিজুর রহমান।

পরের ওভারে ইয়াসিম মুর্তজার ফিরতি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন রিশাদ হোসেন। এরপরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের খাতায় দ্রুত রান তুলতে থাকেন হংকং অধিনায়ক। কিন্তু সঙ্গী নিজাকাতের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়লে ভাঙে ৩৪ বলে ৪৬ রানের জুটিটি। মুর্তজা ফেরেন ১৯ বলে ২৮ রান করে। পরের ওভারে ৪২ রান করা নিজাকাত ছাড়াও আরেক উইকেট তুলে নেন রিশাদ।

৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তানজিম। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও রিশাদও। উইকেট না পেলেও ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ২২ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়