শিরোনাম
◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া!

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই! ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে দুই ক্রিকেটার ডাকাতের কব‌লে

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাকাতির ঘটনা! সিপিএল খেলতে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন দুই ক্রিকেটার। রেহাই পাননি সিপিএলের এক কর্তাও। জানা গিয়েছে, বার্বাডোসে এই ঘটনা ঘটেছে ৯ সেপ্টেম্বর, বাংলা‌দেশ সময় শেষ রাত সা‌ড়ে ৩টা নাগাদ। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠানের পর বাড়ি ফিরেছিলেন। তাঁদের সঙ্গে সিপিএলের এক কর্তাও ছিলেন। তাঁরা গাড়ি থামিয়েছিলেন খাবার কেনার জন্য। সেই সময় তাঁদের উপর চড়াও হয় স্থানীয় কয়েকজন। এমনকী ওই তিনজনের মাথায় বন্দুকও ঠেকায়। তাঁদের কাছ থেকে টাকা, গয়না-সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। সংবাদপ্রতি‌দিন।

তাঁরা অবশ্য কোনও বিবাদেও জড়াননি। হোটেলে ফিরে কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বার্বাডোজ পুলিশ তদন্তও শুরু করে। ঘণ্টাখানেক পর পুলিশের ধারে ধরা পড়ে দুষ্কৃতীরা। দুই ক্রিকেটার এবং সিপিএল কর্তার কাছ থেকে চুরি যাওয়া সব কিছুই উদ্ধার করা হয়েছে বলে খবর।

দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে সিপিএলের এক কর্তা বলেছেন, “সকলের জন্য নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি পুলিশের তদন্তাধীন। তাদের আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতা করব।” 

অন্যদিকে প্যাট্রিয়টস ইতিমধ্যে আশ্বস্ত করেছে, তাদের খেলোয়াড় এবং কর্মীরা নিরাপদে আছেন। তারাও পুলিশকে সহযোগিতা করছেন। প্যাট্রিয়টসের পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর বার্বাডোস রয়্যালসের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়