শিরোনাম
◈ সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে সাবেক সচিব শহীদ খান ◈ এরকম ইনজুরিতে মেমোরি লস হওয়ার কোন সুযোগ নেই: নুরের বিষয়ে চিকিৎসক ◈ ‘রাত থেকে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে,’ ফেসবুক পোস্টে উমামা ◈ জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না: তারেক রহমান ◈ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ ◈ যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচন: আগমুহূর্তে শিক্ষার্থীদের যে বার্তা দিলেন উপাচার্য ◈ বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় হরতাল-অবরোধ, মোংলা বন্দরে স্থবিরতা ◈ চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনার প্রস্তাব, পায়রা বন্দর চালু হবে আগামী জুলাইয়ে ◈ কুমিল্লায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, সিসিটিভিতে ধরা রহস্যময় ব্যক্তি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

চার বছর আগের ঘটনা। ক্রিকেটার নাসুম আহমেদের শ্বশুর বাড়ির মানুষদের মেহমানদারি নিয়ে শুরু হয় বাবা-ছেলের বিবাদ। বাবা আক্কাস আলী উপলব্ধি করেন ছেলে ও ছেলের বউয়ের সংসারে এখন বোঝা তিনি। আর সেদিনই বাবাকে নাসুম বলেন, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে!’ এ কথাতেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আক্কাস আলী। এরপর আর ফেরেননি।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালবেলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসুমের বাবা।

তিনি বলেন, আমার ছেলে বিশ্বমঞ্চে খেলে। অথচ, আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, তা দেখারও আগ্রহ হয়নি আমার ছেলের। ইমন স্যারও (ক্রিকেট কোচ) আমার কষ্টের সময় আমাকে সাহায্য করেছে। অথচ আমার ছেলের কোনো সহায়তা আমি পাইনি।

‘নাসুমের কোটি টাকা থাকতে পারে। বিশ্বজয় করলেও আমি ছেলের কাছে হার মানব না। সে যত কিছুই হয়ে যাক, সম্পর্কে সে আমার ছেলেই। আমার তার প্রতি অভিযোগ নেই। আল্লাহ তারে অনেক বড় করুক।’

চার বছর আগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তার পর থেকেই আমি ঘর ছেড়েছি।

ছেলের উদ্দেশে আক্কাস বলেন, আমি যে গত ৪ বছর ধরে বাড়ি ছেড়েছি- কোনোদিন কী জানতে চেয়েছে যে বাবা কোথায় আছে, কোন বাসায় আছে একটু দেখে আসি। এই সময়টুকুও তার ছিল না?

আক্কাস আলী যে প্রতিষ্ঠানের গার্ডের চাকরি করেন সেখানকার ম্যানেজার সামাদ খান সামির কালবেলাকে বলেন, ‘যখন শুনেছি উনি এত বড় ক্রিকেটারের বাবা, দেশের গৌরব নাসুম আহমেদের বাবা, তখন বিশ্বাস করতে পারিনি। নাসুম হয়ত এখন বুঝতে পারছে না। তবে একটা সময় ঠিকই বুঝবে, তখন হয়ত ১০টা টাকা খরচ করার সুযোগটাও থাকবে না। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়