শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পেলেন ওয়ার্ল্ড আরচ্যারীর সম্মাননা

‌স্পোর্টস ডেস্ক : দেশের আরচ্যারীকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় অসামান্য অবদানের জন্য ওয়ার্ল্ড আরচ্যারীর পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে ব্রোঞ্জ ফলক প্রদান করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম ওয়ার্ল্ড আরচ্যারী কংগ্রেস চলাকালে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে এই সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা তার দীর্ঘদিনের পরিশ্রম এবং আরচ্যারী খেলার প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচ্যারীর উন্নয়নে কাজ করে চলেছেন। ওয়ার্ল্ড আরচ্যারীর ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি, ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আরচ্যারী সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবেও তিনি কাজ করছেন।

বাংলাদেশে আরচ্যারীকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি স্থাপন করার পেছনে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের অবদান অনস্বীকার্য। তার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশের আরচ্যাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়