শিরোনাম
◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপ হকিতে বাংলা‌দেশ ৮-৩ গো‌লে হারা‌লো  চাই‌নিজ তাই‌পে‌কে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হকি দলের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৪-১ গোলের বযবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আশরাফুল ইসলামরা।

শনিবার (৩০ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি। মোহাম্মদ আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দিয়েছেন।  

ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে ১০ ও ১৮  মিনিটে টানা দুই গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। পিছিয়ে পড়ে ২৬ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফিরে। তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। 

তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়। 

এশিয়া কাপে এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চায়নিজ তাইপে ও পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১২তম, দক্ষিণ কোরিয়া ১৩তম, বাংলাদেশ ২৯তম। বাংলাদেশের থেকে পিছিয়ে শুধু চায়নিজ তাইপে, তারা ৩৮তম অবস্থানে।

১৯৮২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১বার অংশ নিয়েছে। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ছিল না। নিরাপত্তজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলে জায়গা পায় বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচে ১ সেপ্টেম্বর লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়