শিরোনাম
◈ পুলিশ বাহিনী সংস্কারে নানা চ্যালেঞ্জ ◈ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের কথা জা‌নি‌য়ে আ‌মে‌রিকা বিজ্ঞপ্তি জারি কর‌লো ◈ চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আমের ড্রাই ম্যাংগো খুলতে পারে আম চাষীদের ভাগ্য! ◈ শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি র‌্যাবের হাতে গ্রেফতার ◈ অটোরিকসা ও ইজিবাইকে শহর এখন শেরপুর! অনিয়ন্ত্রিত ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট ◈ অজিত দোভালের গোপন মিশন:ভিক্ষুকের ছদ্মবেশে পাকিস্তানের গোপন পরমাণু সংক্রান্ত তথ্যের হদিস পেয়েছিলেন ◈ মালয়েশিয়ায় বিদেশি শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশি কর্মীরা: সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ◈ ট্রাকচালকদের ঘুমিয়ে পড়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার ◈ ৬৪ জেলায় জাতীয় চ‌্যা‌ম্পিয়নশীপ ফুটবল, বা‌জেট ১৮ কোটি টাকা 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেট থেকে কেন আচমকা অবসর নিলেন, তিন মাস পর মুখ খুল‌লেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। সমাজমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার পর থেকে এ ব্যাপারে মুখ খোলেননি। তবে সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে রোহিতের অবসরের কারণ নিয়ে কথা বলেছেন। -- আনন্দবাজার

ভারতের প্রাক্তন অধিনায়ক সরাসরি অবসরের কারণ জানাননি ঠিকই। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তাঁর শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন।

রোহিতের কথায়, টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিক ভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।

রোহিত এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন। বলেছেন, “আমরা মুম্বইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু’-তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনও অসুবিধা হয়নি।

রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। ধীরে ধীরে তাঁরা বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের কথায়, “আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তার পর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কী ভাবে সঠিক প্রস্তুতি দরকার।

রোহিতের সংযোজন, “আসলে ছোটবেলায় কেউই প্রস্তুতির গুরুত্ব বোঝে না। এগিয়ে যেতে যেতে বোঝা যায়, ক্রিকেট খেলতে গেলে শৃঙ্খলা দরকার। আপনাকে ঠিক কী করতে হবে সেটা বোঝা খুব দরকার।

তিনি নিজে যে বরাবর প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখেছেন সেটাও স্পষ্ট করেছেন রোহিত। তাঁর কথায়, “এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বার বার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু হয়েছে। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়। আমি মুম্বই এবং পরে ভারতের হয়ে ক্রিকেট খেলার সময়েও অনেকটা সময় দিয়েছি নিজেকে তৈরি করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়