শিরোনাম
◈ পুলিশ বাহিনী সংস্কারে নানা চ্যালেঞ্জ ◈ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের কথা জা‌নি‌য়ে আ‌মে‌রিকা বিজ্ঞপ্তি জারি কর‌লো ◈ চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আমের ড্রাই ম্যাংগো খুলতে পারে আম চাষীদের ভাগ্য! ◈ শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি র‌্যাবের হাতে গ্রেফতার ◈ অটোরিকসা ও ইজিবাইকে শহর এখন শেরপুর! অনিয়ন্ত্রিত ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট ◈ অজিত দোভালের গোপন মিশন:ভিক্ষুকের ছদ্মবেশে পাকিস্তানের গোপন পরমাণু সংক্রান্ত তথ্যের হদিস পেয়েছিলেন ◈ মালয়েশিয়ায় বিদেশি শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশি কর্মীরা: সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ◈ ট্রাকচালকদের ঘুমিয়ে পড়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার ◈ ৬৪ জেলায় জাতীয় চ‌্যা‌ম্পিয়নশীপ ফুটবল, বা‌জেট ১৮ কোটি টাকা 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে ফির‌তে চান দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ডি ভিলিয়ার্স! 

স্পোর্টস ডেস্ক : এবিডি ভিলিয়ার্স ২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লম্বা সময় খেলেছেন প্রোটিয়া এ ব্যাটার। 

উইকেটের চারপাশে শট খেলার কারণে তাকে ‘মিস্টার ৩৬০’ ডাকা হয়। আবারও আইপিএলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। তবে ক্রিকেটার ভূমিকায় নয়, কোচ বা মেন্টর হওয়ার কথা ভাবছেন ডি ভিলিয়ার্স।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো আইপিএলের দল আরসিবির সাথে ভালো সম্পর্ক রয়েছে ডি ভিলিয়ার্সের। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ২০২৬ আইপিএলে আরসিবিতে ফিরতে পারেন তিনি।

আরসিবির সাথে কাজ করার ইচ্ছে ডি ভিলিয়ার্স নিজেও করেছেন। তিনি বলেছেন, ‘আমি ভবিষ্যতে আইপিএলে ফিরতে পারি, তবে ভিন্ন ভূমিকায়। পুরো মৌসুমে পেশাদার দায়িত্ব নেওয়া কঠিন, সেই সময়টা শেষ। তবে কখনোই না বলার সুযোগ নেই। আমার হৃদয় সব সময় আরসিবির সঙ্গে থাকবে। তাই যদি দল মনে করে, আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে।

২০০৮ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অভিষেক হয়েছিল ডি ভিলিয়ার্সের। তিন মৌসুম পর ২০১১ সালে যোগ দেন আরসিবিতে, আর এরপরই শুরু হয় তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অটুট সম্পর্ক।

আরসিবির জার্সিতে ১৫৭ ম্যাচ করেছেন ৪৫২২ রান। গড় ৪১.১০ আর স্ট্রাইক রেট ১৫৮.৩৩। করেছেন ২টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি।

দুই ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আইপিএলে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান ভিলিয়ার্সের। ৪০টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। ডি ভিলিয়ার্স ২০২২ সালে ক্রিস গেইলসহ একসঙ্গে জায়গা করেন আরসিবির হল অব ফেমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়