শিরোনাম
◈ ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তা: লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল ◈ দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি ◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সব দল‌কে হারি‌য়ে এ‌শিয়া কাপ জ‌য়ের প্রত‌্যাশা জা‌কের আ‌লির

স্পোর্টস ডেস্ক : আসন্ন সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল। এমনই জানিয়েছেন দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার জাকের আলি আনিক। 

এর আগে তিনবার ফাইনালে উঠেও শিরোপার খুব কাছে গিয়ে হেরে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ২০১২ সালে পাকিস্তানের কাছে, আর ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে। 

অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে এবার আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় দলের মনোবল আরও বাড়িয়েছে। জাকের বলেন, অবশ্যই এইবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। 

ব্যক্তিগতভাবে আমি শুধু শিরোপা জিততেই সেখানে যাচ্ছি। ড্রেসিংরুমের সবাই একই বিশ্বাসে অনুপ্রাণিত। যে পরিবেশটা এখন আছে, যেভাবে সবাই চেষ্টা করছে। আমরা সবাই মনে করি, এইবার আমরা কাপ জিততে যাচ্ছি’।

২৭ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫৭১ রান করেছেন, গড় ২৭.১৯ এবং সর্বোচ্চ অপরাজিত ৭২ রান। তিনি জানান, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। 

আমাদের মানসিকতা পরিষ্কার—আমাদের যে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট, সেটাই আমরা প্রত্যেক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব। কাউকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি যাতে মাঠে ভালো পারফরম্যান্স দিতে পারি’। 

এবারের এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’–তে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, হংকং ও ওমান। ৯ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। 

এশিয়া কাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত–পাক মহারণ। সেই ম্যাচ নিয়ে পারদ চড়তে শুরু করেছে। উড়তে শুরু করেছে অর্থও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়