শিরোনাম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌রিয়ার ক্লা‌বের বিরু‌দ্ধে জয় পে‌য়ে  এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক : দুই দ‌লের ম‌ধ্যে লড়াই হ‌য়ে‌ছে সমা‌নে সমান। এর ম‌ধ্যেই সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস। 

মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের ‎নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।

ম্যাচের ৭ মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডের কোনাকুনি শটে এগিয়ে যায় কিংস। এরপর দুই দলই সুযোগ পেলেও গোল আর হয়নি।

‎এক গোল হজমের পর কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ করে গেছে আল-কারামাহ। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পায় কিংসও। তবে কাজে লাগাতে পারেনি তারাও।

২০০৫ সালে এএফসি প্রেসিডেন্টস কাপ নামে শুরু হওয়া এ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজ তুরসুনজোদা। বর্তমান চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তানের এফকে আরকাদাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়