স্পোর্টস ডেস্ক : পাঁচ বলে একটা ওয়ানডে ম্যাচ জেতা নিশ্চিতভাবেই অদ্ভুত কিছু। তবে এমনটাই হয়েছে কানাডা-আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ ম্যাচে। আর্জেন্টিনার দেওয়া ২৪ রানের লক্ষ্য মাত্র ৫ বলেই তাড়া করে কানাডা।
ঘটনা ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ।
গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় টস জিতে আগে ব্যাট করে আর্জেন্টিনর স্কোরবোর্ডে ২৩ রান। এই সংগ্রহের পথে হয়েছে অলআউট, খেলেছে ১৯.৪ ওভার।
৭ জন ব্যাটসম্যান ফিরেছেন নিজেদের মোকাবেলা করা প্রথম বলে। অর্থাৎ সঙ্গী গোল্ডেন ডাক। অতিরিক্ত খাত থেকে আসে ৭ রান।
আর্জেন্টিনার ব্যাটসম্যানদের চোখে মুখে অন্ধকার দেখানোর কাজটা করেছেন কানাডার বোলার জগমানদীপ পাল। ৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৭ রানে একাই নিয়েছেন ৬ উইকেট।
মাত্র ২৪ রানের লক্ষ্য পেয়ে প্রথম বলে সিঙ্গেল নিয়ে দেন ধর্ম প্যাটেল। এরপর টানা ৪ বলে ২ চার ২ ছক্কায় ম্যাচ শেষ করে দেন কানাডা অধিনায়ক যুবরাজ সামরা।