স্পোর্টস ডেস্ক : আইপিএলে শাহরুখ খানের দল রয়েছে। প্রীতি জিন্টাও একটি আইপিএল দলের মালকিন। কিন্তু তিনি সালমন খান! আইপিএলে তাঁর কোনও দল নেই। তিনি যদি কোনও দলের মালিক হতেন, সেই দল দারুণ জনপ্রিয় হতো।
সম্প্রতি সালমন খান মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে আইপিএলের দল কেনার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে মজা করে সালমন বলেন, আইপিএলের দল কেনার জন্য তো বড্ড বুড়ো হয়ে গিয়েছি এখন। -- আজকাল
মজার আশ্রয়ে উত্তর দেওয়ার পরে সালমন পুরনো কথা বলেন। জানান আইপিএলের দল কেনার ব্যাপারে তাঁকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময়ে তিনি দল কেনেননি। বজরঙ্গি ভাইজান বলছেন, ''আগে আইপিএলের দল কেনার ব্যাপারে আমাকে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। এখন অবশ্য তার জন্য হাহুতাশ করছি এমন নয়। আমি অবশ্য খুশি।
শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। শাহরুখ এই দলের দ্বাদশ ব্যক্তি। সালমন দল কিনলে তাঁর দলও দারুণ জনপ্রিয় হত এ কথা বলার অপেক্ষা রাখে না।
গোটা ভারতে সালমন খানের বিশাল ফ্যান বেস রয়েছে। আইপিএলের দল কিনলে সেই ভক্তরা মাঠে গিয়ে সল্লু ভাইয়ের হয়ে গলা ফাটাতেন, এ কথা জোর দিয়ে বলা যায়।
কেকেআর তিনবারের আইপিএল জয়ী। প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস গতবারের আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্স করেছে। শেষমেশ ফাইনালে Oগিয়ে তারা হার মেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে।
আগামী আইপিএলের বল oগড়াতে এখনও ঢের দেরি। এর মধ্যেই সঞ্জু স্যামসনকে নিয়ে চর্চা হচ্ছে জোর।
রাজস্থান রয়্যালস ছাড়তে oচান সঞ্জু স্যামসন। দীর্ঘদিন ধরে এই ফ্রাঞ্জাইজিতে খেলছেন স্যামসন। কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল, রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রেডিংয়ে নিতে চাইছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে রয়েছেন খোদ ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও। রাজস্থান ক্যাপ্টেন নিজেও দল ছাড়তে চান।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালসকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন অনুরোধ করেছেন তাঁকে রিলিজ করার জন্য।
এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, সঞ্জু স্যামসনের নতুন ঠিকানা হতে পারে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলে অধিনায়কও হতে পারেন তিনি।
কিন্তু সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক তো ভাল। তাহলে কেন সঞ্জু রাজস্থান ছাড়তে যাবেন।
আকাশ চোপড়া মনে করছেন বৈভব সূর্যবংশীর জন্যই সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন। ১৪ বছরের এক কিশোর এসে জায়গা নিয়ে নিচ্ছেন সঞ্জুর? আকাশ চোপড়া ব্যাখ্যা দিয়ে বলছেন, ''সঞ্জু স্যামসন কেন চলে যেতে চাইছে? শেষ মেগা অকশন যেটা হল, সেই সময়ে জস বাটলারকে ছেড়ে দেয় রাজস্থান। কারণ যশস্বী এসে গিয়েছিল। এবং সঞ্জু ওপেন করতে চেয়েছিল। সঞ্জু ও রাজস্থান খুব ঘনিষ্ঠ।''
আকাশ চোপড়ার অনুমান, সূর্যবংশীর উত্থানের জন্য হয়তো সঞ্জু সরে যেতে চাইছেন রাজস্থান থেকে। বৈভব সূর্যবংশী এসে যাওয়ায় দু'জন ওপেনার মোটামুটি স্থির হয়ে গিয়েছে রাজস্থানে। এছাড়াও ধ্রুব জুড়েলকে রাজস্থান উপরের দিকে ব্যাট করতে পাঠাতে চায়। সেই কারণে সঞ্জু সরে যেতে চাইছেন।