শিরোনাম
◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব ◈ কবিরহাটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক ◈ ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ◈ ছাত্রশিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ◈ আটালান্টা ফায়া‌রে যুক্তরা‌ষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ খেলবেন সাকিব আল হাসান ◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১২ ডি‌সেম্ব‌র তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মেসি, দেখা করবেন ন‌রেন্দ্র মোদির সঙ্গেও

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আ‌র্জেন্টিনার অ‌ধিনায়ক লিও‌নেল মে‌সি এক‌টি অনুষ্ঠা‌নে অংশ নি‌তে আগামী ১২  ডিসেম্বর ‌তিন দি‌নের সফরে ভার‌তে আস‌ছেন। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে পা রাখবেন তিনি। এর আগে ভারত সফরে এসে কলকাতায় খেলে গিয়েছিলেন মেসি। তারপর  বাংলাদেশেও এ‌সে‌ছি‌লেন। 

আর্জেন্টিনার অধিনায়কের তিন দিনের সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কলকাতা, আমেদাবাদ এবং মুম্বইয়ে। এবার জানা গেল, শেষ ল্যাপে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। তার আগেই অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হতে পারে মেসির। 

১২ ডিসেম্বর ভারতে আসবেন মেসি। পরের দিন কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।

কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। মেসির সঙ্গে দেখা করার জন্য মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। সেখানেই থাকতে পারেন বিরাট কোহলিও। 

পরের দিন অর্থাৎ ১৫ তারিখ মুম্বই থেকে দিল্লি উড়ে যাবেন মেসি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করবেন এল এম টেন।
রয়েছে আরও চমক। মেসির সঙ্গে এই সফরে আসছেন আরও একঝাঁক তারকা। আসতে পারেন ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, রদ্রিগো দে পলরা। তবে এদের মধ্যে কারা আসবেন তা এখনও নিশ্চিত নয়। 

এদিকে, অক্টোবরে কেরলে আসছেন না মেসি। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররহিমান জানান, মেসি সহ আর্জেন্টিনা দলের ওই সফর হচ্ছে না। এই খবরে লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী রীতিমতো হতাশ হয়ে পড়েছেন।

আগেই কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন মেসির এই রাজ্য সফরের কথা। এটাও জানানো হয়েছিল যে স্পনসসরা ইতিমধ্যেই নাকি ইভেন্টের ম্যাচ ফির দিয়ে দিয়েছে। কিন্তু আচমকাই সেই সফর বাতিল হয়ে যায়। তবে কেরল সফর বাতিল হলেও ডিসেম্বরে লিওনেল মেসি আসছেন ভারতে। পরের বছরই বিশ্বকাপ। তার আগে ভারত সফরে আসবেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রসঙ্গত, এর আগে একবার ভারতে এসেছিলেন মেসি। সেবার আর্জেন্টিনা কলকাতায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। নিকোলাস ওটামেন্ডির গোলে সেই ম্যাচ জেতে আলবিসেলেস্তরা। তারপর থেকে অপেক্ষা বেড়েছে। সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে। 

যদিও আগেই কেরলে আসার কথা ছিল মেসির। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই সফর বাতিল হয়ে যায়। তবে এবার এল সুখবর। ডিসেম্বরেই ভারতে পা রাখছেন ২০২৪ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। আসবেন শহর কলকাতাতেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়