স্পোর্টস ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা নিয়ে নানা দোটানায় আছে ভারত। জানা গেছে ১৯ আগস্ট মুম্বাইতে এশিয়া কাপের দল নির্বাচন করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বসবে বৈঠক।
যেখানে থাকবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।