শিরোনাম
◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী ◈ কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যন্ত্রপাতির মেয়াদ শেষ, চালুতে অনিশ্চয়তা ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা ◈ বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব ◈ কবিরহাটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নেওয়ায় ইমাম-মুয়াজ্জিনসহ ৩ জন আটক ◈ ভারতে চ‌্যা‌ম্পিয়ন্স লিগ খেলতে আস‌ছেন ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো ◈ ছাত্রশিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ◈ আটালান্টা ফায়া‌রে যুক্তরা‌ষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ খেলবেন সাকিব আল হাসান ◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন?

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মসজিদে শোক দিবসের দোয়া করতে গিয়ে আ'লীগ সমর্থ্ক আটক 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নন্নীবাজার মার্কাস মসজিদে শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল পালন করতে গিয়ে ফল বিক্রেতা ও নন্নী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হজরত আলী (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে  উপজেলার নন্নী ইউনিয়নে এই ঘটনা ঘটে। নন্নীবাজার মার্কাজ মসজিদের খতিব ও ঈমাম মাও: সালমান মুনিরকে হাজারো মুসল্লিদের সামনে শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য  দোয়া ও মিলাদ কামনা করায় বিক্ষুব্ধ মুসল্লি ও স্থানীয় জনতা হজরত আলীকে ধরে এনে ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখে। 

পরে এলাকাবাসী থানা পুলিশকে জানালে, পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জানাগেছে, সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন হযরত আলী৷  হযরত আওয়ামী লীগের রাজনীতি করতো। তার কর্মকান্ড ও আচরনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষজন ক্ষিপ্ত হয । এমনকি গত প্রায় ১৫ বছর ধরে সে নন্নীবাজারে কৃষি গোডাউনের সামনের সরকারি জায়গা দখল করে বসবাস  করে আসছে। 

আটক হজরত আলী এই প্রতিনিধিকে বলেন,  ১৫ আগষ্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের জন্য মিলাদ ও দোয়া কামনা করেছি। বিষয়টি যে এতো বড় হবে বুঝতে পারিনি। এজ্য  আমি ভুল স্বীকার করে স্থানীয় মানুষকে বলেছি ভবিষ্যতে আর আওয়ামী লীগ করবোনা। 

এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা  বলেন, তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়