শেষ হলো আলাস্কার ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ সেনাঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত ছাড়া না থাকলেও তৈরি হয়েছে নতুন আলোচনা।
এক ভিডিওতে দেখা যায়, বৈঠকের আগে দুই বিশ্বনেতা একে অপরের সঙ্গে উষ্ণ করমর্দনে মিলিত হয়ে হেঁটে যাচ্ছেন লালগালিচায়। ট্রাম্পের এমন উষ্ণ সংবর্ধনার মধ্যেই গর্জন করে পুতিনের মাথার উপর দিয়ে আলাস্কার আকাশে উড়ে গেল মার্কিন বি-২ স্টিলথ বোমারু এবং এক ঝাঁক এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান।
আর এ নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। অনেকেই এ দৃশ্যকে রুশ নেতার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তি প্রদর্শনের এক স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমান উড়ে যাওয়া দেখে পুতিন আচমকাই থমকে গিয়ে আকাশের দিকে তাকান। হাঁটার গতি কিছুটা কমে যায় পুতিনের।
এ দৃশ্য ছিল যতটা নাটকীয়, ততটাই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এ সময় ট্রাম্প হালকা হেসে পুতিনের পিঠে হাত রাখেন এবং নিচু স্বরে কিছু বলেন। এরপর দুজনে আবার পাশাপাশি হেঁটে যান হাসিমুখে।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘ট্রাম্প পুতিনের মাথার ওপর দিয়ে বি-২ স্টিলথ বোমারু উড়িয়ে দিলেন… সত্যিই অবিশ্বাস্য।’
বৈঠকের শেষে দুই নেতা ট্রাম্পের বিখ্যাত লিমুজিন ‘দ্য বিস্ট’-এ চড়ে চলে যান। এটিও ছিল অস্বাভাবিক একটি দৃশ্য—বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তির নেতা একই গাড়িতে যাত্রা করছেন।