চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানকে কেন্দ্র করে তারা একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন একাধিকবার। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিযোগিতা করে ছবি কিংবা ভিডিও প্রকাশ করতে দেখা গেছে।
যে কারণে নেটিজেনরাও জানতেন, একদিক থেকে ইট ছুড়লে আরেক দিক থেকে পাটকেল আসবে! কিন্তু এবার স্রোতের বিপরীতে চলছেন ঢাকাই সিনেমার এক সময়ের সফল নায়িকা অপু বিশ্বাস। গত মাসের মাঝামাঝি থেকে অনেকটা ঘোষণা দিয়েই তিনি এসব প্রতিযোগিতা কিংবা ভার্চ্যুয়াল যুদ্ধ থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেন এক পোস্টের মাধ্যমে।
এদিকে বুবলী বর্তমানে ছেলে বীরকে নিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে রয়েছেন শাকিব খানও। শাকিব ও বীরের সঙ্গে একসঙ্গে নিজের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। কিন্তু অপু বিশ্বাসকে তার বিপরীতে কোনো পাল্টা পোস্ট করতে দেখা যায়নি। এমনকি তাকে একটি অনুষ্ঠানে শাকিব ও বুবলীর ঘোরাঘুরির ছবি নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান।
বলেন, কারও ছোট করে তিনি কথা বলতে চান না। অপু বিশ্বাসের এমন আচরণে অবাক হয়েছেন অনেকে, বাহবাও কুড়িয়েছেন তিনি। এদিকে অপু বিশ্বাস কেবল নিজের কাজের পোস্টই করছেন সামাজিক মাধ্যমে। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত তিনি। সেগুলোতেই নিয়মিত সময় দিচ্ছেন। আর তার ঝলক মাঝেমধ্যেই প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। উৎস: মানবজমিন।