শিরোনাম
◈ টিউলিপ কাগজে-কলমে এখনো বাংলাদেশি! : ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ স্লুইসগেট ◈ অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল: রিজভী (ভিডিও) ◈ প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ ◈ বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা পাবেন, যে সুবিধা পাবেন ◈ নীতিগত ঘাটতিতে মধ্যপ্রাচ্যের বাজার হারাচ্ছে বাংলাদেশ, হালাল পণ্যে অদেখা ট্রিলিয়ন ডলারের সম্ভাবনা! ◈ 'দেশকে বিক্রি করে কিছু কইরেন না', উদ্যোক্তাদের জন্য আশিক চৌধুরীর তিন পরামর্শ (ভিডিও) ◈ তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে ‍যাবেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান অবজারভারকে ই‌সি‌বি প্রধান নির্বাহী, এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে  ঝুঁকি নেই

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের এপ্রিলে পেহালগাম হামলার পর আসন্ন এশিয়া কাপে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে। দুই দলই রয়েছে একই গ্রুপে। দুটি দলই গ্রুপ পর্বে পেরুতে পারলে সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হতে পারে তারা।

যদিও ম্যাচটি নিয়ে রয়েছে উদ্বেগ। কদিন আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস এর গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপর তারা সেমি ফাইনালেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে।

এর ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী সুবহান আহমেদ পরিষ্কার করেছেন যে এশিয়া কাপে এই দুই দলের ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে এর গ্যারেন্টি দিতে পারছেন না তিনি।

পাকিস্তান অবজারভারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আনুষ্ঠানিক গ্যারান্টি দিতে পারি না, তবে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ না হওয়ার কোনো ঝুঁকি নেই। 

এশিয়া কাপকে অনানুষ্ঠানিক টুর্নামেন্টগুলোর সঙ্গে তুলনা করা যায় না, যেমন ওয়ার্লড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস, যেখানে ভারত গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।

পেহালগাম হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন করে চিড় ধরেছে। জবাবে ভারত পালটা ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। তবে এরপর থেকেই বহু ভারতীয় ভক্ত পাকিস্তান বয়কটের দাবি জানাচ্ছেন।

এশিয়া কাপ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। 

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে, যেখানে ভারত ছয় উইকেটে পাকিস্তানকে হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়