শিরোনাম
◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ◈ জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ‘বিশ্বের জঘন্যতম’—ড. আসিফ নজরুল ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস : যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি ◈ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য: ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা, জবানবন্দিতে ইমরান ◈ অন্তর্দৃষ্টি না থাকলে উন্নয়ন দেখা যাবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ◈ চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের নিথর দেহ উদ্ধার, হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কা ◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের বিরু‌দ্ধে ওভাল টেস্ট জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে ইংল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে এগিয়ে গিয়েছিল ভারত। তবে হ্যারি ব্রুক ও জো রুটের জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে জয়ের পথে ছিল ইংল্যান্ড। 

একবার জীবন পেয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ব্রুক। আর দলের সবচেয়ে সফল ব্যাটার রুট তুলে নেন ৩৯তম শতক। তবে এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে রোমাঞ্চের আভাস দিয়েছিলেন পেসাররা। কিন্তু বৃষ্টির বাধায় আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ায় তা গড়িয়েছে পঞ্চম দিনে। --- অলআউট স্পোর্টস

সিরিজ নিজেদের করে নিতে শেষ দিন ইংল্যান্ডের দরকার ৩৫ রান। অন্যদিকে সমতায় সিরিজ শেষ করতে ভারতের প্রয়োজন আর ৪ উইকেট। 

 রোববার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের খেলা বন্ধ হওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। বৃষ্টির পর মাঠ অতিরিক্ত ভেজা থাকায় আগেভাগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।

এই ম্যাচ জিতলে ওভালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়বে ইংল্যান্ড। ১২৩ বছর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য ১ উইকেট হাতে রেখে জিতেছিল ইংলিশরা, যা এখন পর্যন্ত এই ভেন্যুতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

দিনের শুরুতে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩২৪ রান। ১ উইকেটে ৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করেন বেন ডাকেট ও অলি পোপ। ৩৪ রান নিয়ে মাঠে নামা ডাকেট ফিফটি তুলে নেন দ্রুত। তবে এরপরই ৫৪ রান করা বাঁহাতি এই ওপেনারকে তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। খানিকবাদে অলি পোপকে (২৭) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে ভারত। কিন্তু পরিস্থিতি বদলে যায় দ্রুতই।

কৃষ্ণর করা ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলে পুল করেছিলেন তখন ১৯ রানে থাকা ব্রুক। ফাইন লেগ অঞ্চলের বাউন্ডারির কাছে থাকা সিরাজ ক্যাচটি তালুবন্দিও করেছিলেন। কিন্তু এক পা পেছাতেই পা দিয়ে সীমানারেখা স্পর্শ করেন তিনি। বেঁচে যান ব্রুক।

সে সময় ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩৭ রান। জয়ের জন্য দরকার ছিল আরও ২৩৭ রান। জীবন পেয়ে চতুর্থ উইকেটে রুটকে নিয়ে ১৯৫ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান ব্রুক। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৯১ বলে ১২ চার ও ২ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। সিরিজে এটি তার দ্বিতীয় শতক। তিন অঙ্ক ছোঁয়ার পর আরও আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে আকাশ দীপের বলে ১১১ রান করে আউট হন তিনি।

চা বিরতির পর সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রুট। এই সেঞ্চুরিতে কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।

কিন্তু এরপরই যেন বদলে যেতে শুরু করে ম্যাচের দৃশ্যপট। মেঘলা আকাশের নিচে আকাশ-কৃষ্ণর পেস তোপে রান তুলতে হিমশিম খেতে শুরু করে ইংলিশরা। ৫ রান করা জ্যাকব বেথেলের মিডল স্টাম্প উপড়ে দেন কৃষ্ণ। পরের ওভারে ১০৫ রান করা রুটকেও তুলে নেন ডানহাতি এই পেসার।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় ২ রানে জেইমি স্মিথ এবং রানের খাতা খোলার অপেক্ষায় জেইমি ওভারটন ক্রিজে ছিলেন। ইংল্যান্ডের হাতে ৪ উইকেট থাকলেও কাঁধের চোটের কারণে ক্রিস ওকসের ব্যাটিংয়ে নামা নিয়ে শঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়