স্পোর্টস ডেস্ক : সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। একদিকে চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন ইংল্যান্ড সিরিজের মাঝপথে। অন্যদিকে দেশে ফেরার পরেই এক বড় আইনি জটিলতার মধ্যে পড়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড তাঁর বিরুদ্ধে ৫ কোটি টাকার বকেয়া আদায়ের মামলা দায়ের করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, নীতিশ রেড্ডি ২০২১ সাল থেকে চার বছর ধরে এই সংস্থার অধীনে ছিলেন এবং সংস্থাটি তাঁর জন্য একাধিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও কমার্শিয়াল চুক্তি করিয়েছিল।
কিন্তু ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকার ট্রফির সময় তিনি নতুন ম্যানেজার নিয়োগ করেন, এবং পুরনো সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করেন। কিন্তু নতুন ম্যানেজার নিয়োগের পর নীতীশের পুরনো সংস্থা স্কোয়্যার দ্য ওয়ান দাবি করে, নীতিশ বকেয়া টাকা পরিশোধ করেননি এবং ম্যানেজমেন্ট চুক্তি ভঙ্গ করেছেন। সেই কারণে তারা আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্টের ১১(৬) ধারার অধীনে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে। মামলার শুনানি আগামী ২৮ জুলাই হতে পারে বলে জানা গেছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ‘এই ধরনের ৯০ শতাংশ কেস আদালতের বাইরে মিটে যায়। কিন্তু এই ক্ষেত্রে নীতিশ পুরো টাকা দিতে অস্বীকার করেছেন এবং বলেছেন, ওই ডিলগুলো তিনি নিজেই জোগাড় করেছিলেন’।
সে কারণেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে ওই সংস্থা। উল্লেখ্য, চলতি ভারত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের পর নীতিশ রেড্ডি হাঁটুর চোটে আক্রান্ত হন এবং সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ পড়েন। ভারত ইতিমধ্যেই ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে। তার উপর অর্শদীপ সিং ও আকাশ দীপের মতো পেসাররাও চোটের জন্য চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।
চতুর্থ টেস্টে ম্যাঞ্চেস্টারে অর্শদীপের বদলে দলে নেওয়া হয়েছে অনশুল কাম্বোজকে। একইসঙ্গে করুণ নায়ারের পরিবর্তে সাই সুদর্শন জায়গা পেয়েছেন প্লেয়িং ইলেভেনে। কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি গোল্ডেন ডাকে আউট হন। খেলার হাল ধরেন লোকেশ রাহুল ও শুভমান গিল। ১৭২ রানের পার্টনারশিপ দুই ব্যাটারের।