শিরোনাম
◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস ◈ নিয়ন্ত্রণ হারানোর পরও পাইলট খালি মাঠ খুঁজছিলেন: বিমানবাহিনীর প্রধান ◈ সিরাজগঞ্জে ৫ শিক্ষক গড়ে তুলেছেন শক্তিশালী প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেট, শাস্তি পাচ্ছে না অভিযুক্ত শিক্ষকরা ◈ ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ◈ চান্দিনায় নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সড়কটি ভাঙ্গন, খানাখন্দে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ টে‌স্টে ভার‌তের বিরু‌দ্ধে ইংল‌্যা‌ন্ডের একাদশ ঘোষণা, দলে ৩৫ বছরের স্পিনার

স্পোর্টস ডেস্ক : আট বছর পর টেস্ট দলে ৩৫ বছরের স্পিনার, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে  ইংল্যান্ড

২০১৭-য় নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ডসন। আবার তিনি টেস্ট দলে ফিরলেন। ডসনের অভিষেক হয়েছিল ২০১৬-য়, ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টে। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন ডসন। সাতটি উইকেট নিয়েছেন এবং ৮৪ রান করেছেন।

টেস্ট দলে ডাক না পেলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন ডসন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পরিসংখ্যান খুবই ভাল। ২১২টি ম্যাচ খেলে ৩৭১টি উইকেট নিয়েছেন। ১০৭৩১ রানও রয়েছে। অর্থাৎ বলের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়।

ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক ডসনকে ‘ধূর্ত বুড়ো শেয়াল’ বলে উল্লেখ করেছেন। বলেছেন, “ডসন খুবই দক্ষ ক্রিকেটার। ওকে পেয়ে আমাদের খুবই উপকার হবে। পৃথিবীজুড়ে ও খেলেছে। সবার বিরুদ্ধে খেলেছে। আশা করি ম্যাঞ্চেস্টারে ওর অসাধারণ পারফরম্যান্স দেখতে পাব।

শুধু বোলিং নয়, ডসন আসায় ইংল্যান্ডের ব্যাটিংও মজবুত হল। এমনিতেই সিরিজ়‌ে ২-১ এগিয়ে রয়েছে তারা। ম্যাঞ্চেস্টারে যদি বেন স্টোকসেরা জেতেন, তা হলে সিরিজ়‌ও পকেটে পুরে ফেলবেন।

উল্লেখ্য, লর্ডসে বশিরের বাঁ হাতের আঙুল ভেঙে গিয়েছিল। ম্যাচের পরেই তাঁর অস্ত্রোপচার হয়। তবে দলকে জিতিয়েছিলেন তিনিই। পঞ্চম দিন বশিরের বল আটকে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। তবে সেই বল উইকেট ভেঙে দেয়। ২২ রানে হারে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়