শিরোনাম
◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে ব্যবসায়ীদের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখানে ব্যবসায়ীরা এলে সহজে সার্ভিস পাবেন। এতে ব্যবসায়ীরা যদি উপকৃত হন তাহলে তারা যেন এ বন্দর ব্যবহার বাড়ান। আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভাল করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা।

কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা। পোর্টের ব্যবহার আরো কিভাবে বাড়ানো যায়। পোর্টে ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে।

আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি সমস্যা হচ্ছে। তাদের আমরা আরো কিভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই মূল উদ্দেশ্য।’ তিনি বলেন, ‘মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেন।

আমাদের চিটাগং পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম। এখানে যদি আমরা ব্যবহার বাড়াতে পারি তাহলে চিটাগংয়ের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট হবে। মোংলায় এমনিতেই গাড়ি বেশি আসে। সব গাড়ি আমরা মোংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে কয়েকবার বসেছি। আবারো বসবো।’

এর আগে তিনি সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। আর সকালে এসেই তিনি প্রথমে বৈঠক করেন কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে। এ বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোঃ মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ওসমানী ও জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, খুলনা কর কমিশন, কর অঞ্চল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়