ঈশ্বরদী (পাবনা) থেকে: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যেখানে দুর্নীতি থাকবে, সেখানে প্রতিবাদ হবে। যতদিন দেশের মানুষ মুক্তি না পাবে, ততদিন লড়াই চলবে।’ তিনি বলেন, ‘পেছনের জালিম আর সামনের জালিম যতই শক্তিশালী হোক না কেন, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমকে ভয় করে না।’
মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আল-কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হবে। দেশে দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখাও যাবে না।’
তিনি বলেন, ‘অনিয়ম, দুর্নীতি আর অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনারা প্রস্তুত তো? এই লড়াই থেমে থাকবে না। মঞ্চ থেকে পড়ে গিয়ে আমি আহত হয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন সেই দৌড়ের মধ্যেই আমার দুনিয়ার জীবন শেষ করে শহীদের মর্যাদা দেন—এই দোয়া চাই।’
সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা শুনেছি ২৭ জন নিহত, কিন্তু আমার বিশ্বাস সংখ্যা আরও বেশি। আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন। নিহতদের পরিবার ও আহতদের পাশে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। অর্থ, রক্ত—যা যা দরকার, আমাদের কর্মীরাই দেবেন।’
মোস্তাফিজুর রহমান কলম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঢাকায় যাওয়ার পথে আমাদের এই নিবেদিত কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি যেন অদেখা এক কলম আমাদের হাতে দিয়ে গেছেন। আমরা তার পরিবারের সব দায়িত্ব নিয়েছি। সন্তানরা যেন আগের চেয়ে ভালোভাবে বেড়ে ওঠে।’
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে আমার পাশে আছেন আবু তালেব মন্ডল। আপনারা সব দিক থেকেই তাকে সহযোগিতা করবেন।’
এর আগে সকালে তিনি খুলনার দাকোপে জামায়াত নেতা আবু সাঈদের কবর জিয়ারত করেন। সেখান থেকে মরহুম আলহাজ্ব আবুল মনসুর খান স্টেডিয়ামে মাঠে এসে নামেন। পরে মোস্তাফিজুর রহমানের উপজেলার চর মিরকামারী কবরস্থানে গিয়ে দোয়া করেন এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।