শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডিজের বিরু‌দ্ধে জয় দি‌য়ে  টি-টো‌য়েন্টি সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : শুরুর ব্যাটারদের তাণ্ডবে বড় সংগ্রহের ভিতই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পাঁচ ওভারে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে তা হতে দেয়নি অস্ট্রেলিয়া। রান তাড়ায় ক্যামেরন গ্রিন ও অভিষিক্ত মিচেল ওয়েনের ঝড়ো ফিফটিতে ৩ উইকেটের সহজ জয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারীরা। -- অলআউট স্পোর্টস

জ্যামাইকায় বাংলাদেশ সময় সোমবার সকালে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল আগে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

১ উইকেট নিয়ে এবং ২৭ বলে ৬ ছক্কায় ৫০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে জাতীয় দলে অভিষেকটা স্মরণীয় করে রাখেন বিগ ব্যাশের সবশেষ আসরে ব্যাট হাতে ঝড় তোলা ওয়েন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেন ব্র্যান্ডন কিং ও শাই হোপ। ২০ বলের জুটি থেকে আসে ৩২ রান। এরপর অধিনায়ক হোপকে নিয়ে সফরকারীদের ওপর ঝড় তোলেন রোস্টন চেইজ। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। ৩২ বলে ৬০ রান করা চেইজকে ফিরিয়ে ৯১ রানের এই জুটি ভাঙেন বেন ডোয়ার্শিস।

১৬তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে ৫৫ রান করা হোপকে ফেরান ওয়েন। এরপরই ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। অজি পেস তোপে শেষ পাঁচ ওভারে ৩৭ রান তুলতে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ১৯তম ওভারে ১ রান দিয়ে ৩টি উইকেট নেন ডোয়ার্শিস।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে সাজঘরের পথ দেখেন জেইক ফ্রেজার ম্যাগার্ক (২)। আগ্রাসী মেজাজে খেলতে থাকা অধিনায়ক মিচেল মার্শ ফেরেন ২৪ রান করে। পাওয়ারপ্লেতে দুই ওপেনারকে হারালেও দলের খাতায় যোগ হয় ৬৪ রান।

দ্রুত জশ ইংলিস (১৮) ও গ্লেন ম্যাক্সওয়েল (১১) দ্রুত সাজঘরে ফিরলে ৭৮ রানে ৪ উইকেট চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে পঞ্চম উইকেটে গ্রিন ও ওয়েনের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই চাপ দ্রুতই কাটিয়ে ওঠে তারা। ২৫ বলে ৫ ছক্কা ও ২ চারে ফিফটি তুলে নেন গ্রিন। পরের বলেই ৫১ রান করা ডানহাতি এই ব্যাটারকে তুলে নেন গুদাকেশ মোটি। ভাঙে ৪০ বলে ৮০ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর অভিষেকে ২৬ বলে ফিফটি তুলে নেন ওয়েন। পরের বলে ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান আলজারি জোসেফ। তবে ক্রিজে থিতু হওয়া দুই ব্যাটারকে দ্রুত হারালেও জয় পেতে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়