স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। অনেকটা সময় ক্রিকেটেরই বাইরে ছিলেন। সাকিবের ক্রিকেটের বাইরে থাকার কারণ ইতোমধ্যে সবার জানা। তবে আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি।
সবশেষ পাকিস্তান সুপার লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলছেন সাকিব। প্রথম ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংসের পর বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট।
অন্যদিকে বাংলাদেশ জাতীয় দল সাম্প্রতিক সময়ে ভালো করতে পারছে না। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো দলের কাছেও সিরিজ হেরেছে টাইগাররা। কয়েকদিন আগে বিসিবি পরিচালক আকরাম খান মন্তব্য করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট সাকিবের মতো ক্রিকেটারকে মিস করছে। বিসিবিও চিন্তা করছে সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর কথায় পাওয়া গেল সেই ইঙ্গিত।
শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, 'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।'
পরে সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন, 'আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।