শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) দেশ ত্যাগ করেছে জুনিয়র টাইগাররা।

প্রোটিয়াদের মাটিতে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলবে জাওয়াদ আবরার-আজিজুল হাকিম তামিমরা। যেখানে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

এই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও চার ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগামী ১৭ জুলাই মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২২ জুলাই হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সিরিজ শেষে ২৩ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে জুনিয়র টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৪ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ আগস্ট, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৮ আগস্ট জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে তামিম-জাওয়াদরা। ১০ আগস্ট হবে ফাইনাল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হাসান, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, কালাম সিদ্দীকি অ্যালেন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মোহাম্মদ আব্দুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই: শাহরিয়ার আহমেদ, শাহরিয়াল আজমীর, মোহাম্মদ সবুজ ও ফারহান শাহরিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়